আর্কাইভ  রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪ ● ১০ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: রংপুরের মাহিন বেঁচে নেই জানেন না মা, বাবা ছুটেছেন ঢাকা       রংপুর বিভাগীয় পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত: পাঠাগার সুরক্ষার দাবি       নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক গ্রেপ্তার       স্কুলে ভর্তির ইঁদুরদৌড়ে নাজেহাল অভিভাবক       শেখ হাসিনাকে নিয়ে সারজিসের স্ট্যাটাস, মুহুর্তেই ভাইরাল      

 

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক গ্রেপ্তার

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, রাত ০৮:৫৮

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার(২২ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার(২৩ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে পুলিশ এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। শনিবার বিকালে তাকে জেলা সদরের রামগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সংগঠিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
দীপক চক্রবর্তী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর. সাঈদ দীপক চক্রবর্তীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়। 

মন্তব্য করুন


 

Link copied