আর্কাইভ  শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫ ● ২১ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

সোমবার, ২২ নভেম্বর ২০২১, দুপুর ১২:০০

Advertisement

নাটোর: নাটোরে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাটোর সদর থানার ওসি, ৩ সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

এদিকে আহত সাংবাদিকদের মধ্যে দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকারকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীদের চাপে এক পর্যায়ে সড়কের একপাশ বন্ধ হয়ে গেলে পুলিশ বাধা দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। চলে ধাওয়া পাল্টা-ধাওয়া।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে।

মন্তব্য করুন


Link copied