আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

রাজশাহীতে দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার, ৭ মার্চ ২০২২, সকাল ০৯:২২

Advertisement

রাজশাহী: রাজশাহীতে এক দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সয়াবিন তেল বিক্রি না করে গুদামজাত করার মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার অভিযোগে তাকে জরিমানা করা হয়।

রোববার দুপুরে অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় দপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারম্নফ।

হাসান আল মারম্নফ বলেন, আমাদের কাছে অভিযোগ আসে নগরীর হাদির মোড়ের শাহাবুদ্দীন স্টোরে সয়াবিন তেল থাকার পরও বিক্রি করা হচ্ছে না। অভিযোগ পেয়ে আমাদেরই এক প্রতিনিধি ক্রেতা সেজে ওই দোকানে তেল কিনতে গেলে 'নেই' বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

তবে এলাকাবাসীর সঙ্গে কথা বললে, তারা জানায় দোকান মালিক জুয়েলের গোডাউনে অনেক তেল মজুদ রাখা আছে।

তিনি আরও বলেন, এলাকাবাসীর অভিযোগের পর জুয়েলের গোডাউনে অভিযান চালিয়ে ৮০০ লিটার তেল পাওয়া গেছে। তিনি অসৎ উদ্দেশ্যে এসব আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করছিলেন। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনি মুচলেকা দিয়েছেন তিনদিনের মধ্যে এই তেল বাজারে বিক্রির জন্য ছেড়ে দেবেন।

মন্তব্য করুন


Link copied