রাজশাহী: রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী পরিচয়ে নিহত নারী এক যুবকসহ ওই হোটেলে উঠেন।
রোববার রাত ১২টার দিকে ড্রীম হ্যাভেন নামের হোটেলের ৪০৩ নম্বর কক্ষে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে।
নিহত নারীর নাম জয়নব বেগম (৪১)। তিনি নাটোর সদর থানার নারায়ণপুর গ্রামের তসির প্রামাণিকের মেয়ে। রোববার সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে জয়নব ও এক যুবক ওই হোটেলে উঠেন।