রাজশাহী: রাজশাহীর চারটি গুদাম থেকে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এসব তেলের মজুত পাওয়া যায়।
বিকাল থেকে রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ গুদামগুলোতে অভিযান শুরু করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। অভিযানে দাঙ্গা পুলিশও অংশ নেয়।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, চার গুদামে ৪৫৪টি ব্যারেলে ৯২ হাজার ৬১৬ লিটার খোলা সয়াবিন তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে তেল আছে ২০৪ লিটার।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।