ডেস্ক: বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ সঙ্কটের কারণে রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করছে রাজশাহী সিটি করপোরেশন। বিদ্যুতের ঘাটতি মেটাতে রাত ১২টার পর থেকে রাজশাহী নগরীতে কমিয়ে আনা হচ্ছে সড়ক বাতি।
রোববার বিকেলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কর্মসূচি উদ্বোধনকালে এ ঘোষণা দেন সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন।
মেয়র লিটন বলেন, ‘সড়ক আলোকায়নের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে। নগরীতে রাত ১২টা বা ১টার পর থেকে ৫০ শতাংশ বাতি বন্ধ করে দেওয়া হবে। রাত ৩টা বা ৪টার দিকে আলো আরও কমিয়ে আনা হবে। এতে বর্তমানে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি তার চার ভাগের এক ভাগ পাওয়া যাবে।’
এদিন বর্জ্য অপসারণে নাগরিকরা দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানান মেয়র লিটন। তিনি বলেন, ‘নাগরিকরা এত চমৎকারভাবে কোরবানি দেওয়া জায়গাগুলো পরিষ্কার করেছেন যে শহরের রাস্তাঘাট ঝকঝক করছে। এ রকম সহযোগিতাই আমরা চাই।’
মেয়র জানান, গতকাল রাতের মধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণ করেছেন।