ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ৯ গ্রামের একটি হিরোইনের পুরিয়াসহ মাদক সম্রাট খ্যাত আবু হানিফ ওরফে হানি (৩৫) ও তার স্ত্রী মাসুমা খাতুন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মাদক ব্যবসায়ী আবু হানিফ ওরফে হানি তেঁতুলিয়া উপজেলার দেবনগরইউনিয়নের হরবাবী এলাকার মো: সামসুল হকের ছেলে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে জানতে পারে ওই দম্পতি একটি হেরোইনের চালান নিয়ে যাচ্ছে এসময় তাদের শরীর তল্লাশি চালিয়ে দম্পতির কাছ থেকে ৯ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। ৯ গ্রাম হেরোইন যার বাজার মূল্য ৯০ হাজার টাকা।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হচ্ছে।