আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, রাত ০৮:৪৫

Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গত ৩৩ ঘন্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 

গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার (২০- ২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ৩৩ ঘন্টায় এ বৃষ্টিপাতা রেকর্ড করা হয়। কখনো ভাড়ি আবার কখনো থেমে থেমে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে শুরু করেছে। এদিকে বৃষ্টিপাতারে কারণে কিছুটা স্থবিরতা দেখাদেয় জেলা জুড়ে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান রোকন বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার (২০- ২১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলার ২২ মিলিমিটার ও সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘন্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত এই ভাড়ি বৃষ্টিপাত হওয়ার আশঙ্খা রয়েছে। তবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর কিছুটা হালকা বৃষ্টিপাত হবে। 

এই বৃষ্টিপাতারে মাঝে বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিন বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

মন্তব্য করুন


Link copied