আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

কাঁপছে উত্তরের জনপদ, তাপমাত্রা ১১.৮ ডিগ্রি

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৬

Advertisement

ডেস্ক: একদিনের ব্যবধানে আরও কমেছে পঞ্চগড়ের তাপমাত্রা। তাপমাত্রা কমে আসায় কনকনে শীতে হাড় কাঁপছে উত্তরের এই জেলার সীমান্তবর্তী জনপদ।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ছয়টায় পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এর অব্যবহিত ৩ ঘণ্টা পর সকাল নয়টায় তাপমাত্রা আরও কমে ১১ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। এই মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

এর আগে সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মঙ্গলবার ভোরে গত দুইদিনের থেকে অল্প কুয়াশা থাকলেও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকাল আটটার পর সূর্যের আলো দেখা গেলেও কনকনে শীতে নাজেহাল এই জেলার মানুষ। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। তবে শীত উপেক্ষা করে সকালে চা-শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন নিম্ন-আয়ের লোকজনকে জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে।

মন্তব্য করুন


Link copied