বিশেষ প্রতিনিধি॥ পঞ্চগড় জেলার বোদা উপজেলায় চাঞ্চল্যকর জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগের এক ঘন্টায় অভিযান চালিয়ে পলাতক ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত খতির উদ্দিনের ছেলে বড় ছেলে মোহাম্মদ দানেশ রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল ছোট ছেলে আবু বক্কর সিদ্দিকের। ঘটনার দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জমি নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আবু বক্কর দানেশকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবিব বোদা থানায় মামলা দায়ের করলে পঞ্চগড় জেলার পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম ও দেবীগঞ্জ সার্কেল সহকারি পুলিশ সুপার রুনা লায়লার নির্দেশনায় মামলা দায়েরের একঘন্টায় অভিযান চাালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। বিকালে বিজ্ঞ আদালতের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করা শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।