আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে ফেরার পথে হামলায় আহত দুই

রবিবার, ৭ জানুয়ারী ২০২৪, দুপুর ০২:৩২

Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের ছেতনাই তোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি জামায়াতের অতর্কিত হামলায় আহত হয়েছেন দুই জন।

রোববার (০৭ জানুয়ারী) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেরাডাঙ্গি দেওগা গ্রামের রোশনি রায় (২৫) জয়দেব বর্মন (১৯)। তারা বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

রোশনি রায় ও জয়দেব বর্মন বলেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া আমাদের অপরাধ ছিল। আমরা কেন ভোট দিতে গিয়েছিলাম তাই বিএনপি জামায়াতের ৪০-৫০ জন লোক এসে ছুরি দাও নিয়ে আমাদের উপরে হামলা করে। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমার এই ঘটনার সঠিক বিচার চাই।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে নাকি অন্য কোন কারণে এঘটনা ঘটেছে সেটি আমার তদন্ত করছি।

 

 

মন্তব্য করুন


Link copied