আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

ঠাকুরগাঁও-২ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

রবিবার, ৭ জানুয়ারী ২০২৪, রাত ০৮:০৪

Advertisement

ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম সুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ১০৪টি কেন্দ্রে মাজহারুল ইসলাম সুজন ১ লাখ ১৫ হাজার ৬১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক মার্কা প্রতীক নিয়ে আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৫ হাজার ২শ ৩৪ ভোট। 

বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানিসংকাইল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। 

এই আসনে মোট ভোটর ৩ লাখ ১৭ হাজার ৯৭৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৬৮ জন। নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন। 

এই আসনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী ছিলেন নুরুন নাহার বেগম, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে ছিলেন রিম্পা আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী সোফা প্রতীকে আব্দুল কাদের। 

মন্তব্য করুন


Link copied