ডেস্ক: চাঁদা দাবিকে কেন্দ্র করে রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ রেখেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। আজ বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সাথে একাত্মতা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তে আমরা অটল থাকব।’
প্রতিদিন রাজশাহী ও বগুড়া থেকে প্রায় দেড়শ বাস রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্ততে পড়েছেন মানুষ।