গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গোসল করতে নেমে মাহিব ও নাহিদ নামে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরে মাহিবের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। পানিতে ডুবে মৃত মাহিবের বাড়ি গাইবান্ধা পৌর শহরের ডেভিড কো¤পানিপাড়ায়। সে জেলা শহরের আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদের বাড়িও একই এলাকায়।
স্থানীয়রা জানান, সকালে বালাসিঘাট এলাকায় শহর থেকে মাহিব, নাহিদসহ ৬ জন শিক্ষার্থী ঘুরতে আসে। ঘোরাঘুরির এক পর্যায়ে সবাই ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে ৪ শিক্ষার্থী তীরে ওঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে মাহিবের লাশ উদ্ধার করে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নাহিদ নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী মাহিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ নাহিদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।