আর্কাইভ  শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫ ● ৫ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫

স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের মানুষ

রবিবার, ৭ এপ্রিল ২০২৪, দুপুর ০১:৩১

Advertisement

ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ কাটাতে নাড়ীর টানে বাড়ি ফিরছে মানুষ। ফাঁকা মহাসড়কে এবার স্বস্তির ঈদযাত্রা উপভোগ করছে উত্তরবঙ্গের মানুষ।

রোববার (৭ এপ্রিল) সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ থাকলেও ছিল না যানজটের কোনো ভোগান্তি। ফাঁকা মহাসড়কে অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে এ পথের ঘরমুখো মানুষেরা। তবে মহাসড়কে যাত্রীবাহী বাসের তুলনায় ব্যক্তিগত যানবাহন ছিল বেশি। এছাড়া অনেকে খোলা ট্রাকে ঈদে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের এ পথে।

আরিফ নামে একযাত্রী জানান, প্রতি বছর ঈদের ছুটির বেশ খানিকটা সময় যাতায়াতের পথে কেটে যেত। এবার চিত্র পুরোপুরি ভিন্ন। যানবাহন স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছে।

ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসের চালক আব্দুল মমিন জানান, মহাসড়কের অবস্থা অনেকটা ভালো হওয়ায় এবারের ঈদে যাত্রীরা যানজটের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছে। ঢাকা থেকে বের হতে কিছুটা ধীর গতি থাকলেও বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়ক ফাঁকা রয়েছে। এতে সব যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, সাসেক-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে বগুড়া পর্যন্ত মহাসড়ক ৪ লেনের উন্নীতকরণের কাজ ৮৫ ভাগ শেষ হয়েছে। সেই সঙ্গে এই পথে বেশ কয়েকটি ওভারপাস ও ব্রিজ খুলে দেয়ায় সব যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে। ফলে এবার এ পথে ঈদ যাত্রায় কোনো ভোগান্তি হবে না।

যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান পুলিশ সুপার।

মন্তব্য করুন


Link copied