আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

পদ্মায় নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, দুপুর ০৪:২১

Advertisement

রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তিন কিশোর। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মৃতরা হলো কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪) ও সমো. লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক জানান, দুপুরে গোসল করতে নেমে ওই তিন কিশোর তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধারের পর তিনজনের মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে। 

মন্তব্য করুন


Link copied