আর্কাইভ  রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ● ৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ এপ্রিল ২০২৫

ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার বিক্ষোভ কর্মসূচি পালিত

সোমবার, ২৯ জুলাই ২০২৪, রাত ১১:১২

Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 
 
সোমবার ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। 
 
ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনে অবস্থান করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। 
 
এ সময় তারা নয় দফা দাবি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। সাধারণ শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে কাল পতাকা মিছিল করে এ সময়।
 
শিক্ষার্থীরা দাবি জানায় খুব তাড়াতাড়ি যেন তাদের নয় দফা দাবি মেনে নেওয়া হয় এবং যারা গ্রেফতার হয়েছে এবং যাদের নামে মামলা হয়েছে তাদেরকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়। তা না হলে তারা কঠোর কর্মসূচি পালন করবে। 
 
এ সময় তারা আরো বলে, ৬ জন সমন্বায়ক যে বিবৃতি দিয়েছে সেটা তাদেরকে চাপের মুখে নেওয়া হয়েছে । যার জন্য তারা এই লিখিত বক্তব্য দিয়েছে বাকি যে সমন্বয়ক রয়েছে তারা এটাতে সম্মত হয়নি তাই আজকে তারা স্কুলের সামনে সমবেত হয়েছে এবং রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে। 
 
এ সময় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপক্তা দেওয়া হয়। 
 

মন্তব্য করুন


Link copied