আর্কাইভ  রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ● ৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ এপ্রিল ২০২৫

পঞ্চগড় এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, সকাল ০৭:৫৮

Advertisement

ডেস্ক: ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। ফলে মধ্যরাতে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। শিডিউল অনুযায়ী ট্রেনটির ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ রেলেওয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে দেখা যায়, ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির বগি লাইনচ্যুত হয়ে গেছে। লাইনের পাত ভেঙে গেছে। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের খোঁজ করছেন অপেক্ষমান যাত্রীরা।

মন্তব্য করুন


Link copied