আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

নজরকাড়া মেকআপ পেতে মেনে চলুন ৫ টিপস

শনিবার, ২ নভেম্বর ২০২৪, দুপুর ০৪:০৪

Advertisement

লাইফস্টাইল ডেস্ক: অনলাইনের কল্যাণে আজকাল আমরা অনেক ধরনের মেকআপ হ্যাকস সম্পর্কে খুব সহজেই জানতে পারি। কিন্তু বাস্তবে খুব কমই সেগুলো কাজে লাগানো সম্ভব হয়। কারণ কয়জনেরই বা এত সময় আছে; যে ব্যস্ততার মধ্যে হ্যাকসগুলো ফলো করবে।

আর সেজন্য মেকআপ এবং ফ্যাশন দুনিয়ায় ‘নো মেকআপ’ লুক বেশ জনপ্রিয়। তবে মেকআপ ছাড়াও চলে না। তাই অফিস পার্টি হোক বা কোথাও বেড়াতে যাওয়া মেকআপের এই ৫ টিপস মেনে চলতে পারেন।

১. প্রথমেই সেরে ফেলুন এই কাজ

মেকআপ করার আগেই বেস তৈরি করতে হবে ঠিক ভাবে। প্রথমেই হালকা কোনো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন সারা মুখে। কারণ ঋতু বদলাতে শুরু করেছে। শুষ্ক বাতাসের কারণে ত্বকের ক্ষতি হওয়ার আগেই ময়েশ্চারাইজেশনের দিকে নজর দিতে হবে। তাই পুরু করে ময়েশ্চারাইজার লাগান। চাইলে এক্ষেত্রে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।

২. লাগিয়ে নিন ফাউন্ডেশন

ময়েশ্চারাইজার লাগানোর পরেই মেকআপের বেস তৈরি করার পালা। এর জন্য সারা মুখে ফোঁটা ফোঁটা করে ফাউন্ডেশন লাগিয়ে নিন। তারপর ব্লেন্ডারের সাহায্য তা ভালো করে মেশান। তাতেই আপনার মেকআপের বেস তৈরি হয়ে গেল। এরপর থুতনি এবং দুই গালে ব্লাশ লাগিয়ে নিন হালকা করে। থুতনির মেদ ঢাকার হলে কনট্যুর লাগিয়ে নিন। শেষে গালের দুই পাশে, নাকের ওপর, কপালে ও থুতনিতে হাইলাইটার লাগিয়ে নিলেই বেসের কাজ শেষ।

৩. চোখের দিকে থাকুক বিশেষ নজর

নিজেকে নজরকাড়া দেখাতে চোখের দিকে বিশেষ নজর তো দিতেই হবে। চোখকে ঝলমলে করে তুলতে আইশ্যাডো ব্যবহার করতে হবে বুদ্ধি করে। এর জন্য কপার, ব্রোঞ্জ গোল্ড শেডের আইশ্যাডো হবে সেরা। সেটাই চোখের উপরে লাগিয়ে নিন। হালকা মাসকারা লাগিয়ে নিন তারপর। ক্লিন লুকের জন্য ট্রান্সপারেন্ট মাসকারা ব্যবহার করা যেতে পারে। তারপর ভুরু হালকা হলে একটু এঁকে নিন। শেষে চোখে পরুন কাজল বা আইলাইনার। ব্যস্, চোখের কাজ শেষ তাতেই।

৪. ঠোঁটও কিন্তু গুরুত্বপূর্ণ

চোখের পরই মানুষের নজর পড়ে ঠোঁটে। তাই ঠোঁট রাঙিয়ে নেয়াও গুরুত্বপূর্ণ। এখন নুড লিপস্টিক খুব ট্রেন্ডিং। তবে সব পোশাকের সঙ্গেই যে এমন ধরনের লিপস্টিক মানাবে, তা কিন্তু নয়। তাই লিপস্টিক পরুন পোশাকের সঙ্গে মানানসই। সেখানেই আপনার মুখের কাজ সম্পূর্ণ হবে।

৫. হেয়ার স্টাইলিংয়েও নজর থাক

মুখের সাজ তো হলো। হেয়ার স্টাইলিং ভুললে কী করে চলবে? তাই পরিপাটি করে এবার চুলের কাজ করে ফেলুন। শাড়ির সঙ্গে ঢিলে খোঁপা করতে পারেন। সেখানে জুঁই বা বেলি মালা লাগান। লেহেঙ্গা পরলে খোলা চুলেই বাজিমাত করতে পারেন।

মন্তব্য করুন


Link copied