আর্কাইভ  রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ● ৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ এপ্রিল ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় চেয়ে স্মারকলিপি

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, দুপুর ১২:১৭

Advertisement

বেরোবি প্রতিনিধি: 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহাল ও নির্মাণাধীন “শেখ হাসিনা হল” নামের পরিবর্তে ‘বেগম রোকেয়া হল’ করার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী।

সোমবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও সমন্বয়ক মো. আরমান হোসেন জুয়েলের নেতৃত্বে এ স্মারকলিপি দেন তারা। এ সময় ৩০ থেকে ৩৫ জন উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ১৪তম ব্যাচের মো. শামসুর রহমান সুমন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৪ তম ব্যাচের মো. সাকিব ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের মো আহসান হাবিব।

স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীরা বলেন, রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যে অঞ্চলে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর অঞ্চলে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী নিজের নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে নামকরণ করেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ ২য় বারের মতো ফ্যাসিবাদীদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করায় এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে ফ্যাসিবাদীদের দেওয়া নাম পরিবর্তন করে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ করার জোর দাবি জানান। 

মন্তব্য করুন


Link copied