আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

পরিচয় পাওয়া গেলো মহাসড়কে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, রাত ০৯:২০

Advertisement

নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (অপরাধ) এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সাহিদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকার সার্ভিস সড়ক থেকে গুলিবিদ্ধ ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়।

ফিরোজ কবির বলেন, ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকে কে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশের ধারণা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে মুখ থুবড়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেটে এগোতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, সকালে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ওই নারীকে গুলি করে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। 

মন্তব্য করুন


Link copied