নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান তিনি এমন মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দ্রুত নির্বাচন দিলে মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে।
তিনি বলেন, এমন ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণের জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি-ই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানার মধ্যে থেকে ভালো মানের ফুটবল খেলোয়াড় বের করে ৮টি ভাগে ভাগ করে একটি সুশৃঙ্খল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। আরাফাত রহমান কোকোর ফুটবল টুর্নামেন্ট সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
এ সময় জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালী সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।