জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদা দিতে অস্বীকার করায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে মারধরের দায়ে ছাত্রদলের কর্মী পারভেজ আলীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত পারভেজ আলী সরিষাবাড়ীর মাইজবাড়ী গ্রামের মো. মানিকের ছেলে।
জানা যায়, বিকেলে উপজেলা ছাত্রদলের কর্মী পারভেজ আলী ও তার সহযোগীরা মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজারে গিয়ে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় পারভেজের নেতৃত্বে ৫-৭ মিলে মাসুদ রানাকে মারধর করেন। পরে বাজারের লোকজন বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে এসে পারভেজ আলীকে আটক করে পুলিশ।