আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

প্রকাশ্যে ‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৬:১৭

Advertisement

নিউজ ডেস্ক : জয়পুরহাটে ‘মুজিব কোট’ পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রেজাউল করিম নামে এক আ.লীগ নেতা ওই মুজিব কোট পুড়িয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দেওয়া ঘটনা ঘটে। এ সময় তিনি প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।

রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের ইউপি সদস্য। এরইমধ্যে তার ‘মুজিব কোট’ পোড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রেজাউল করিম বলছেন, ‘এই দলের নেতাকর্মীদের চাল-চলন আর ভাললাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।’

তিনি আরো বলেন, ‘আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম, এখন থেকে নিয়মিত তাবলিগ করবো।’

মন্তব্য করুন


Link copied