স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর জলঢাকায় চাঁদমনি অনাথ আশ্রম কেন্দ্রের শিশু শিক্ষার্থীদের মাঝে এবার লেপ বিতরণ করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার চাঁদমনি অনাথ আশ্রম পরিদর্শন শেষে ১৫টি এবং মধ্য কাজিরহাট মহিলা এতিম খানা ও মাদ্রাসায় ৩০টি লেপ বিতরণ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদান দ্বারা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এসব লেপ বিতরণ করা হয়।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দীক,প্রবেশন অফিসার ফরহাদ হোসেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, চাঁদমনি অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা হাজী পিজিরুল আলম দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন।