আর্কাইভ  বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫ ● ১০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫

নীলফামারীর দুই ইটভাটিকে জরিমানা

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, দুপুর ০২:৩১

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥  নীলফামারীতে দুই ইট ভাটিকে এক লাখ টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি এলাকায় অবস্থিত দিনা ব্রিকস ও সেলিম ব্রিকসে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মলি আক্তার। 
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদনহীন ভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করছিলো এই দুই ইটভাটি। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় দিনা ব্রিকস’র মালিক মাসুদ রানা ও সেলিম ব্রিকস এর মালিক মোহাম্মদ সেলিমের নিকট হতে। 

মন্তব্য করুন


Link copied