আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

নীলফামারীতে মোটরসাইকেল সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, রাত ১০:১৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা সদরের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল আজিজ(৩৫) মারা গিয়েছেন। আব্দুল আজিজ নীলফামারী পৌর শহরের সরকারপাড়া গরুহাটি এলাকার বাসিন্দা। বুধবার(১৫ জানুয়ারী) ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত রবিবার(১২ জানুয়ারী) বিকালে নীলফামারী সদরের কুন্দুপুকুর সড়কের শালহাটির চিকাসাহা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আব্দুল আজিজের স্ত্রী লতা বানু(২৫) গুরুত্বর আহত অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া পথে মারা যান। এনিয়ে ওই ঘটনায় মারা গেলেন তিনজন। অপর আহত দুইজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন


Link copied