আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

ডোমারে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:১২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার ডোমার উপজেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালক)-এর শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) সকাল ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম। 
এসময় ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের প্রতিনিধি, সাবেক খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী খেলায় জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ডোমার পৌরসভা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। 
একই দিন দুপুর ২টায় গোমনাতী ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে পরাজিত করেছে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ এবং দুপুর সাড়ে ৩টায় সোনারায় ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ। অপরদিকে, পাঙ্গা মটুকপুর, বামুনিয়া, ডোমার সদর, হরিণচড়া ও কেতকীবাড়ী ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় টুর্নামেন্টের ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
আয়োজকরা জানায়, টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় শনিবার (১৮ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় পৌরসভা ও পাঙ্গা মটুকপুর, সাড়ে ১১টায় ভোগডাবুড়ী ও বামুনিয়া, দুপুর ২টায় ডোমার সদর ও হরিণচড়া এবং সাড়ে ৩টায় বোড়াগাড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে। 

মন্তব্য করুন


Link copied