আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

সৈয়দপুরে ভোটার তালিকা হালনাগাদ করনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, রাত ০৮:২৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীা সৈয়দপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) সকাল ১০টা থেকে দিনব্যাপী সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা নির্বাচন দপ্তর।
কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজেদুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৯০ জন তথ্যসংগ্রহকারী ও ২০জন সুপারভাইজারকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ চলবে।

মন্তব্য করুন


Link copied