আর্কাইভ  শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫ ● ২৮ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

পঞ্চগড় সীমান্ত এলাকায় বিজিবির হাতে ৮ বাংলাদেশি আটক

সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:৪৮

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত অতিক্রম করে অবৈধপথে ভারতে অনুপ্রবেশ চেষ্টার সময় নারী ও শিশুসহ আট জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। 
 
রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। 
 
আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (০৩) এবং কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ে বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায় (২১)।
 
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।  বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্তে যান। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কাজীপাড়া সীমান্তের মেইন পিলার ৭৭৭ এর ৬ নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা। আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি।
 
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
 
এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজায়ানুল হক জানান, তাদের থানায় নিয়ে এসে ৫৬ বিজিবির সুবেদার এ.কে.এম আলি আজাদ বাদী হয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে মামলা দায়ের করেন। মামলার রুজুর পরে আসামিদের আদালতে শপদ্দ করা হয়।

মন্তব্য করুন


Link copied