স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালকে সদরের দক্ষিণ কালিয়াল খাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ও বালিকায় একই উপজেলার কির্ত্তনীয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার(২১ জানুয়ারী) বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক বক্তব্য দেন।
টুর্নামেন্টে রানার আপ দল হিসেবে বালকে সৈয়দপুরের কুজিপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল এবং বালিকায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি প্রামানিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রফি গ্রহণ করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি জানান, টুর্নামেন্টে ছয় উপজেলার ছয়টি দল অংশ গ্রহণ করে। গত ১৯জানুয়ারী এই টুর্নামেন্ট শুরু হয়। বালক ও বালিকায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নীলফামারী সদর উপজেলা।
প্রসঙ্গতঃ সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দক্ষিণ কালিয়াল খাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল জাতীয় পর্যায়ে তিনবার চ্যাম্পিয়ন ও একবার রানার আপ দল হিসেবে সুনাম অর্জন করে।