ঠাকুরগাঁও প্রতিনিধি: সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি বৃহস্পতিবার(২৩ জানুয়ারি)অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি সেমবার বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ সভাপতি রকিবুল হাসান।
সমাপনি অনুষ্ঠান উপলক্ষে এদিন কলেজ চত্বরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও ওই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার,জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী,
জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন,অধ্যাপক সফিকুল আলম, ইসমাইল হোসেন, দলিলুর রহমান দুলাল, প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী অনার্সসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে একই মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ অধ্যাপক প্রষান্ত বসাক।