স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ট্রাকের ধাক্কায় মো. রাকিব ইসলাম (১২) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। নিহত রাকিব নীলফামারী ডোমার উপজেলা সদর ইউনিয়নের ছোট রাউতা জোড়াপাখুরী এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও কাব স্কাউট সদস্য। বৃহ¯পতিবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ডোমার পৌরসভা হাটের সামনে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, বাড়ি থেকে বাই সাইকেলে করে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে পাথরবোঝাই ট্রাকের সাথে সাইকেলের ধাক্কা লাগলে, সেখানে রাকিব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।