আর্কাইভ  মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ● ৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫

নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, দুপুর ০১:৩৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে জেলা ইপিআই চত্বর থেকে শুরু করে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি পুনরায় সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। 
সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, লেপ্রসি মিশনের প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিংহ ও ডিবিএলমএম হাসপাতালের ইনচার্জ পবন রোজারিও বক্তব্য রাখেন । 
কর্মসুচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও, নার্সিং এন্ড মিডওয়ারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন


Link copied