আর্কাইভ  শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫ ● ২৮ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

বেরোবিতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, দুপুর ০২:৫৫

Advertisement

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা-সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ডা: মোখলেচুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের অন্য সদস্যরা হলেন ডা: মো: তোফায়েল হোসেন, ডা: আশফাকুর রহমান, ডা: মো: আব্দুল হাদী ও ডা: মো: আতিকুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.হারুন অর রশীদ বলেন, ‘আমাদের আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে আবেদন করেছিলাম। আবেদনের প্রেক্ষাপটে রংপুর মেডিক্যাল কলেজ একটি বোর্ড গঠন করে। এই বোর্ড এখন আমাদের আহত ছাত্রদেরকে আলাদা আলাদাভাবে দেখবেন এবং কোন রোগীর জন্য কোন ধরনের চিকিৎসা দরকার চিকিৎসক সে অনুযায়ী সাজেস্ট করবেন। বোর্ডের সাজেশন অনুযায়ী আহত ছাত্ররা সংশ্লিষ্ট চিকিৎসা সেবা গ্রহণ করবেন। যার জন্য যে হাসপাতাল দরকার সেটা সাজেস্ট করবেন সেটা দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। আমরা আমাদের ছাত্রদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করছি।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থী আহত হন। আগামী বুধবার ও বৃহস্পতিবার আহতদের হেল্থ চেক আপ হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied