আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।
আখ চাষে ঝুঁকছেন চাষিরা

ফের চালু হচ্ছে ‘রংপুর চিনিকল’

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:০১

Advertisement

নিউজ ডেস্ক: চার বছর পর আবারও চালু হতে যাচ্ছে গাইবান্ধার রংপুর চিনিকল। এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। কর্তৃপক্ষ বলছে, বন্ধ ৬টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল তৃতীয় ধাপে চালুর সম্ভবনা রয়েছে। সে লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানোসহ সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

৪ বছর ধরে বন্ধ থাকায় ৩৫ একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র ও যানবাহন। গত বছরের ডিসেম্বরে চিনিকলটির মাড়াই কার্যক্রম পুনরায় শুরুর সরকারি সিদ্ধান্ত আসে।

এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। দ্রুত কারখানাটি চালুর দাবি তাদের। এলাকাবাসী ও কৃষকরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় মিলের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। তাই অতিদ্রুত চালু করা দরকার। মিলটি চালু হলে তৈরি হবে কর্মসংস্থানের।
 
গাইবান্ধার রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু সুফিয়ান সুজা বলেন, মিলটি পূর্ণাঙ্গ চালু না হওয়া পর্যন্ত শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরবে না। কারণ বিগত দিনেও আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত মিল চালু করা যায় নি। দ্রুত এটি চালু করতে হবে।
 
বন্ধ ৬টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল তৃতীয় ধাপে চালুর সম্ভবনা রয়েছে। সে লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানোসহ সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আকতার জাহান। তিনি বলেন, অন্তত তিন মাসের সক্ষমতা অর্জন করেই মিলটি চালু করা হবে।
 
উল্লেখ্য, ১৯৫৭-৫৮ মৌসুম থেকে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ ২০২০-২১ মৌসুমে আখ মাড়াই শুরুর প্রস্তুতি নেয়া হলেও বন্ধ হয়ে যায় কারখানাটি।

মন্তব্য করুন


Link copied