আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

গাইবান্ধায় স্বেচ্ছাসবেক লীগ নেতা গ্রেফতার

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:২৪

Advertisement

গাইবান্ধার প্রতিনিধি ;  গাইবান্ধার ফুলছড়ি থেকে আলমগীর কবির (৩৫) নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আলমগীর কবির ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আনন্দবাজার উত্তর বুড়াইল এলাকার মৃত মাহাবুব রহমানের ছেলে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি শাহিনুর ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টে ফুলছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযানে আলমগীর কবিরকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। যৌথবাহিনীর এ অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন


Link copied