স্টাফরিপোর্টার,নীলফামারী॥ অসহায় দরিদ্র ও শিক্ষার্থী রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে নীলফামারী ছাত্র শিবির। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে জেলা শহরে বড় মাঠে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোর্শেদ আলম, নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট তহিদুল ইসলাম, শহর শাখার সেক্রেটারী মাজেদুল ইসলাম প্রমূখ।
ই
সলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যা¤েপর আয়োজন করা হয়েছে। এই দুইদিনে চারহাজার রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে। ফ্রি মেডিকেলে ক্যাম্পে মেডিসিন,গাইনী, অর্থপেটিকস,শিশু ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসরা রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য অসহায় দরিদ্র ও শিক্ষার্থী রোগীরা এসে এই সেবা গ্রহন করছে।