স্টাফরিপোর্টার,নীলফামারী॥ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) ডোমার শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা স্কাউটসের সহযোগিতায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধণ করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সফিউল ইসলাম, স্থানীয় শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা।
“এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই” এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থী ও অসহায় মানুষসহ দুই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।