স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম করে অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজাউদ্দৌলা লিপটন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ স¤পাদকও।
এসময় বক্তারা বলেন, ইউপি সুজাউদ্দৌলা লিপটন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতসহ টাকার বিনিময়ে গ্রাম আদালতের বিচার নিজ বাড়িতে করেন। তিনি জাতীয় পার্টির নেতা হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি ইউপি সদস্যদের না জানিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষকে না দিয়ে নিজেই প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন। এমনকি সরকারি প্রকল্পের টাকাও আত্মসাৎ করেছে। আমরা এ মানববন্ধন করার আগে তার প্রতি অনাস্থা এনে অনিয়ম দুর্নীতি তুলে ধরে তার অপসারণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করি।
ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে গত রবিবার(৯ ফেব্রুয়ারি) চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের দুইজন ইউপি সদস্যদের উপর হামলা করেন। স্থানীয়রা ছুটে এসে আমাদের রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। আমরা তার অনিয়মের বিচার চেয়ে হামলার শিকার হয়েছি। হামলার ব্যাপারে থানায় এজাহার দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত তাকে অপসারণ করা না হলে আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলব।
মানববন্ধনে ইউপি সদস্য স্বপন রানা, খলিলুর রহমান ডাবলু, এমদাদুল হক, ইয়াহিয়া খান, সাদেকুল ইসলাম, নারী ইউপি সদস্য মোছাঃ তাহমিনা বেগম, যুবদল নেতা মোস্তাফিজার রহমানসহ ছাত্র, ইউনিয়নের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এবিষয়ে কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক জানান, তদন্ত চলছে।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম জানান, হামলার ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।