গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক, হেলপার ও এক মোটরসাইকেল চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।
নিহতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর গছিডাঙ্গা গ্রামের জুহুরুল ইসলামের পুত্র পিকআপ চালক আশরাফুল আলম (৩৫), একই উপজেলার ছোট কাটামারি গ্রামের মৃত আনোয়ার হোসেন মিলুর পুত্র হেলপার জিহাদ হোসেন (২১) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোঘলটুলী গ্রামের হাসেন আলী পুত্র তারাজুল ইসলাম তারা (৩৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গত শনিবার রাত আনুমনিক ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী সবজিবাহী পিকআপ সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পেছনে থাকা মায়ের আশীর্বাদ নামের একটি যাত্রীবাহী কোচ পিকআপের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার জিহাদ মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় চালক আশরাফুল আলমকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যায়।
এ দিকে একই দিন রাত ৮টার সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তারা মিয়া (৩৮) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে তারা মিয়া গোবিন্দগঞ্জ আসার সময় একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটলে ঘটনাস্থলেই তারামিয়া নিহত হন।