আর্কাইভ  সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ● ৮ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২১ এপ্রিল ২০২৫

নীলফামারীতে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:১১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) জেলা সদরের বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের ত্বত্তাবধানে প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া দপ্তর। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তৃতা দেন বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু। 
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০জন শিক্ষার্থী ১৯টি ইভেন্টে অংশ নেয়। উল্লেখযোগ্য ইভেন্টগুলো হলো, লং জাম্প, হাই জাম্প, ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটার দৌঁড়, বালিশ খেলা, রশি খেলা, চাকতি নিক্ষেপ, যেমন খুশি সাজো, হাড়ি ভাঙা, বউচি,  গোল্লা ছুট।

মন্তব্য করুন


Link copied