স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে সোমবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা দেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, রফিকুল ইসলাম, নুরুজ্জামান, বাসু দেব রায় প্রমুখ।
সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা আতাউল গণি ওসমানী জানান, প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং। সোমবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহন করবে। সদর উপজেলার ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এসব ইভেন্টে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশ নেয়।