স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সকল ধরনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই দাবির সাথে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় নীলফামারীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, নীলফামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আসিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার, সাইয়েদ গোলাম আযম, ইসমাইল হোসেন, মুজাহিদ আলি শাহ, রুদ্র ইসলাম, গৌরঙ্গ শর্মা সহ সাধারণ শিক্ষার্থী।
বক্তারা বলেন, যারা জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড, অনিয়ম ও ধর্ষণের মত নেক্কারজনক কাজ করতেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তরা আরও বলেন, পলাতক ফ্যাসিষ্ট সরকারের গুন্ডারা এখন ভিন্নরূপে মাঠে নেমে দেশের শান্ত পরিস্থিতি উপ্তত্ত করে আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা চালাচ্ছে। তাই এদের প্রতিরোধে বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবি করা হয়।