আর্কাইভ  রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ● ৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ এপ্রিল ২০২৫

নীলফামারীতে শস্য নিরাপত্তা বীমার দাবি পেল ৮৯৩ কৃষক

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৫:২৮

মঙ্গলবার দুপুরে জলঢাকা উপজেলায় ব্র্যাকের টেঙ্গনমারী শাখায় নীলফামারীর বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত ৮৯৩ কৃষকের মাঝে শস্র নিরাপত্তা বীমার অর্থ প্রদান করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম।

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার দাবি পেল নীলফামারীর বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত ৮৯৩ কৃষক। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার জলঢাকা উপজেলায় সংস্থার টেঙ্গনমারী শাখায় আনুষ্ঠানিক ওই দাবির অর্থ প্রদান করা হয়। সংস্থাটির ক্ষুদ্র ঋণ কমসূচির আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম।
এসময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আকতারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন ব্র্যাকের ক্যাম্পেইন প্লানিং এন্ড ইম্প্রিমেনটেশনের সিনিয়র ব্যবস্থাপক মো. আকমল হোসেন, একই বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াজেদ আলী মন্ডল, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের ব্যবস্থাপক মো. শামীম রেজা, আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোখলেছার রহমান, শস্য নিরাপত্তা বীমা সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন চৌধুরী প্রমুখ। 
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আকতারুল ইসলাম জানান, শস্য নিরাপত্তা বীমা এই অঞ্চলে এটি প্রথম কর্মসূচি। ২০২৪ সালে বোরো ধান আবাদে আবহাওয়া সূচকে নীলফামারী জেলায় বোরো আবাদে ১ হাজার ৮৯৩ জন কৃষক ৭ লাখ ৩৯ হাজার ২৩৯ টাকা বীমা দাবি পাবেন। এর মধ্যে ওই অনুষ্ঠানে ১৫ টি শাখার ৮৯৩ জন কৃষকের এক লাখ ৮২ হাজার ৬৫৯ টাকার বীমা দাবি প্রদান করা হয়। প্রতি শতকে ১৪ টাকা ৫০ পয়সা হারে বীমা প্রিমিয়াম গ্রহন করে প্রতি ১০ শতকে ৪৬২ টাকা বীমা দাবি প্রদান করা হয়। 

মন্তব্য করুন


Link copied