আর্কাইভ  রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ● ৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
রমজানে বাজার নিয়ন্ত্রণে কড়া মনিটরিং করা হবে-ডিসি

নীলফামারীতে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:২১

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে কড়াভাবে মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হবে। এজন্য জেলা উপজেলা পর্যায়ে আমাদের বাজার মনিটরিং টাস্ক ফোর্স কাজ করছে। শুধু তাই নয়, রমজান মাসে বাজারে কোন ধরনের অস্থিতিকর পরিবেশ অথবা সিন্ডিকেট তৈরি করলে বিক্রেতাগণকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি কাজ করছে। পাশাপাশি রমজান মাসে পুষ্টিকর তেল ব্যবহার করার জন্য সকল হোটেল-রেস্তোরার মালিকগণকে অনুরোধ করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 
বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় সেমিনারের আয়োজন করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখা। 
এসময় জেলা প্রশাসক আরো বলেন, বোতলজাত তেল সরবরাহ কো¤পানি থেকে পর্যাপ্ত চাহিদা পাঠানোর পরেও কোম্পানি থেকে সাপ্লাই না পাওয়ার কারণে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছেন জেলা ব্যবসায়ীরা। এজন্য আসন্ন পবিত্র মাহে রমজান ঘিরে জেলা প্রশাসক নিজ উদ্যোগে প্রতিদিন তিনটি পয়েন্ট থেকে বোতলজাত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সঠিকভাবে বিতরনের জন্য একটি কমিটি গঠন করে তাদের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া রমজান মাস জুড়ে বাজারে সোনালি মুরগি, বয়লার মুরগির, ডিম, গরুর মাংস, খাসির মাংস, ছোলা, ডাল, চাল, সেমাই ইত্যাদি ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। পাশাপাশি জেলার সকল আলু কোল্ড স্টোরেজের মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামীতে কৃষক ব্যতীত অন্য কোন মধ্যসত্তা ভোগী কোলেস্টোরেজে আলু রাখতে পারবে না এবং উত্তোলন করতে পারবে না। 
কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ(ক্যাব) জেলা কমিটির সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম, নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাবেক সভাপতি সোহেল পারভেজ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, বাজার টাস্ক ফোর্সের ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন। 
আগামী রমজান উপলক্ষে জেলা প্রশাসনের নেয়া সকল উদ্যোগ আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করবেন বলে আশ্বাস দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন। 
সম্মেলনে জেলার ব্যবসায়ীগণ, ডিলার, হোটেল-রেস্তোরার মালিকগণ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied