স্টাফরিপোর্টার,নীলফামারী॥ পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে জেলা টাস্কফোর্স’র উদ্যোগে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বড়বাজারে মুদি দোকান, মাছ বাজার, মাংস বিক্রেতা, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন দোকানে দ্রব্যের দর, মুল্য তালিকা প্রদর্শণ করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।
এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক এরশাদুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, রমজান ও পবিত্র ঈদ উল ফিতর ঘিরে যাতে দ্রব্য মুল্যে বেড়ে না যায় সেজন্য আমরা বাজার তদারক করছি। যদি মনে হয় সিন্ডিকেট তৈরি হয়েছে বা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে অথবা অযথাই মুল্য বৃদ্ধি করা হয়েছে তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।