স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ মার্চ) বিকাল ৩টার দিকে কলেজ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী। এসময় তিনি বলেন, নীলফামারী জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে। নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের ঐতিহ্য রয়েছে। আমি আশা করি জাতীয় পর্যায়েও কলেজটি বিশেষ অবদান রাখবে।
এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও কলেজের গভর্নিং বডির দাতা সদস্য আকতারুজ্জামান। অধ্যক্ষ শহিদুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শাহ মোঃ আবু মোক্তাদির ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি রায়।
মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, ক্রীড়া প্রতিযোগীতার ২৫টি ইভেন্টে বিজয়ী ৭৫জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থীরা।