আর্কাইভ  রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ● ৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ এপ্রিল ২০২৫

নীলফামারীতে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের শোভাযাত্রা

শনিবার, ১ মার্চ ২০২৫, বিকাল ০৫:২৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে শোভাযাত্রা করেছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার(১ মার্চ) সকালে সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম ছাড়াও শোভাযাত্রায় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, ইমাম, খতিব ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ অংশ নেন। 
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, শোভাযাত্রা থেকে রমজানের পবিত্রতা রক্ষা করা, সিয়াম পালন ও তাকওয়া অর্জন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্য দ্রব্যের মুল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখা, বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধের জন্য আহবান জানানো হয়। 

মন্তব্য করুন


Link copied