নিউজ ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে, তবে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়নি এখনো। তাই ম্যাচটার গুরুত্ব খানিকটা হলেও আছে।
এই ম্যাচ বিরাট কোহলির জন্য আবার বিশেষ কিছু। ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে ম্যাচে নামছেন তিনি।
এই ম্যাচের সরাসরি ধারাবিবরণী পড়তে চোখ রাখুন যুগান্তর অনলাইনে-
০২ মার্চ ২০২৫, ১৫:৪৬ পিএম
৩০০তম ম্যাচটা রাঙাতে পারলেন না কোহলি
ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তবে তার ম্যাচটা রাঙানো হলো না।
উইকেটটা তুলনামূলক মন্থরগতির। তা দেখে কোহলিও এগোচ্ছিলেন হিসেব করে, পাওয়ারপ্লের সুযোগটা নিতে চাইছিলেন। তাতে তার ব্যাটের কানায় লেগে বল বেরিয়ে গিয়েছে একাধিকবার। এরপরই তিনি অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে চাইলেন ম্যাট হেনরির বলে। পয়েন্টে থাকা গ্লেন ফিলিপস দারুণ এক ক্যাচে থামালেন তাকে।
মাথা এদিক ওদিক করতে করতে ফিরতে হলো তাকে। গিল, রোহিতের পর কোহলিকেও হারালো ভারত।
ভারত ৩০/৩, ৬.১ ওভার
০২ মার্চ ২০২৫, ১৫:৩৫ পিএম
শুরুতেই নেই গিল-রোহিত
ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হলেন শুভমান গিল। রিভিউ নিয়েও লাভ হয়নি, রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্পের মাথা ছুঁয়ে যেত বলটা। ঘটনাটা ইনিংসের তৃতীয় ওভারের।
এরপর রোহিত শর্মাও ফিরলেন দ্রুতই। ষষ্ঠ ওভারের প্রথম বলে কাইল জেমিসনকে পুল করতে চেয়েছিলেন, পারেননি, বলটা একটু ধীরে এসেছে ব্যাটে। তার ব্যাটের কানায় লেগে বলটা চলে যায় স্কয়ার লেগে। সেখানে উইল ইয়াং ক্যাচটা নেন সহজেই।
ভারত ২২/২, ৫.১ ওভার
০২ মার্চ ২০২৫, ১৫:২৮ পিএম
টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড
টসটা জিতল নিউজিল্যান্ড। তারা ব্যাটিংয়ে পাঠাল ভারতকে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও রোর্ক